Posts

নাহ ! লোকটাকে আর বাড়িতে থাকতে দেওয়া যাবে না

Image
গায়ে স্নানের জল ঢালতে ঢালতে ভাবল প্রমীলা দেবী। না এটা মনের ভুল নয়, একটু আগে সে স্পষ্ট দেখেছে, ঘাড়টা পিছন দিকে ঘোরাতেই স্যাঁৎ করে একটা ছায়া যেন সরে গেল দরজার ওপাশ থেকে। স্নানের সময় কেউ ওনাকে দেখছে, এই অনুভূতিটা গত কয়েকদিন ধরেই হচ্ছে প্রমীলা দেবীর ওই লোকটাকে বাড়িতে আশ্রয় দেওয়ার পর থেকে। লোকটার বাড়ি সেই উত্তরপ্রদেশ, মাঝে মাঝে কলকাতায় এসে জোগাড়ের কাজ করে বেড়ায় এখানে ওখানে। গত কয়েকদিন ধরে প্রমীলা দেবীদের বাড়িতে লোকটা রংয়ের কাজ করছে। আহামরি কিছু কাজ নেই। সন্তুর বাবা ওদিকে নতুন দুটো ঘর তুলেছে, ওগুলো চুনকাম করে হালকা নীল রং লাগিয়ে দেওয়াই কাজ। লোকটার সাথে আরেকটা রঙের মিস্ত্রি দম্পতি কাজ করছিল। অল্প কাজ, তিন-চার দিনেই হয়ে যাওয়ার কথা। কিন্তু বাদ সাধলো বিদিকিচ্ছিরি এই রোগটা। করোনাভাইরাস! একটা রোগ যে মানব সভ্যতার গতির চাকা এভাবে স্তব্ধ করে দিতে পারে, চোখে না দেখলে বোঝা যেত না। গাড়ি-ঘোড়া সব বন্ধ, তবুও বিশৃংখলা চারদিকে। হাজার হাজার মৌসুমি শ্রমিকের মত মোহনও আটকা পড়ে গেছে ভিন্ন রাজ্যে কাজ করতে এসে। সরকার লকডাউন ঘোষণা করেছে চারদিকে, কোয়ারান্টিনে ঢুকে গেছে ওর গোটা পাড়া। ভাড়াবাড...

অনেকেই চাকরি পায়, তারপর গভর্নমেন্ট কলেজে হয়ে গেলে ছেড়ে দিয়ে চলে যায়

Image
বিহান তখনও হাইস্কুলের শিক্ষক। কিন্তু শহরের এক নামকরা প্রাইভেট কলেজে, তার স্যার সম্প্রতি অধ্যাপনার কাজে নিযুক্ত হয়েছেন। ওনার নাম নিকুঞ্জবাবু। বয়স আনুমানিক ৫৪ হবে। সরকারি কলেজেই চাকরি করতেন। তবে কিছুদিন পরপর বদলি এড়াতে সেটা ছেড়ে এই কলেজে চাকরি নিয়েছেন। প্রাণীবিদ্যার হেড অফ দা ডিপার্টমেন্ট। তবে প্রাইভেট কলেজ যেহেতু। অনেকেই চাকরি পায়, তারপর গভর্নমেন্ট কলেজে হয়ে গেলে ছেড়ে দিয়ে চলে যায়। তাই স্টাফের যাওয়া আসা লেগেই রয়েছে। তবে কলেজ বেশ নামকরা। পড়াশোনা ভালো হয়। ছাত্র-ছাত্রীরাও প্রাই সবাই বড়লোকের সন্তান। অনার্সে ৩০ টা করে সিট প্রতি সাবজেক্টে। ২০১৮ এর ঘটনা। কলেজ থেকে প্রাণীবিদ্যার তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের এক্সকারশনে নিয়ে যাওয়া হবে। এক্সকারশন কম ট্যুর বলাই ভালো। অনেক লম্বা যাত্রা। বিশাল প্ল্যানিং। বাপ-মা বড়লোক হওয়ায় টাকার অভাব নেই। তাই পড়াশোনা আর ঘোরা দুটো প্ল্যানিংই সমভাবে হয়েছে। প্ল্যান পুরো সেট হয়ে গিয়েছে। প্রথমে ওড়িশা যাওয়া হবে হাওড়া থেকে চাঁদিপুর, চাঁদিপুরে প্রায় ৫ দিনের প্ল্যান, তারপর ওখান থেকে সোজা মধ্যপ্রদেশ। টিকিট এসি থ্রী টায়ারে। কিন্তু সমস্যার কি আর শেষ...